নিজস্ব প্রতিবেদক ঃলক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য লায়ন এম এ আউয়ালের জন্মদিন উদযাপন করেছে তার অনুসারীরা। ১৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাতটায় পৌরশহরস্থ ক্যাপসিকাম চাইনিজ রেস্টুরেন্টে এই উপলক্ষে এম এ আউয়ালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত শেষে কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করে পৌর ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন বাপ্পি ও যুব ফেডারেশনের পৌর সাংগঠনিক সম্পাদক মনির হোসেন পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম, শ্রমিক লীগ নেতা মহিউদ্দিন পাটোয়ারী, পৌর ছাত্রলীগের সভাপতি প্রার্থী রিমন হসেন শুভ, উপজেলা ছাত্র ফেডারেশনের সভাপতি মেহেদী হাসান আকুল, সাইফুল ইসলাম, মেহেদি হাসান, জহিরুল ইসলাম প্রমূখ।
No comments:
Post a Comment