::মোঃ রাজু হোসেন, রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি::
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার বিঘা আহম্মদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকাল বেলা বিঘা আহম্মদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার নিজস্ব হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই আলোচনা সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মাদ্রাসার সকল শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র- ছাত্রীর উপস্থিতিতে কেঁক কাঁটা হয়েছিল। তার পরে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বিশাল র্য্যালী করেন।
এসময়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পূর্ব বিঘা আহম্মদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সুদক্ষ অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ,বিশেষ অতিথি বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নূর নবী, সহকারী শিক্ষক আবু তাহের, সহকারী শিক্ষক মোঃ আজাদ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিঘা আহম্মদিয়া ফাজিল মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও মাদ্রাসা কর্মরত সকল কর্মচারীবৃন্দু।
No comments:
Post a Comment