রামগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত-৮ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Friday 22 January 2021

রামগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত-৮



রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ব্রম্মপাড়া সাহা বাড়িতে শুক্রবার সকালে পুর্ব শত্রুতার জের ধরে দু‘গ্রুপের সংঘর্ষে ৮জন আহত হয়েছে। গুরুতর আহত আনোয়ার হোসেন,হাসিব হোসেন,সুফিয়া বেগম,ঝুমুর আক্তারকে রামগঞ্জ সরকারী হাসপাতাল এবং মামুন হোসেন,মাইন উদ্দিন ও রাসেলকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে উভয় গ্রুপ পাল্টা-পাল্টি মামলার প্রস্তুতি নিচ্ছে।
সুত্রে জানায়,উপজেলার সাহার বাড়ির আনোয়ার হোসেনের সাথে একই গ্রামের মাদকাসক্ত মাইন উদ্দিনের দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে মাইন উদ্দিনের বখাটে পুত্র মামুন হোসেন শুক্রবার সকাল ৯টার দিকে আনোয়ার হোসেনের মেয়ে ঝুমুর আক্তার একা পেয়ে মারধর করে। এ সময় মেয়ের চিৎকার শুনে মা-বাবা এবং ভাই ছুটে এসে মামুনকে আটক করে। খবর পেয়ে মামুনের মা-বাবা ও নিকট আত্মীয় ছুটে আসলে সংঘর্ষ বাধে। হাসপাতালে চিকিৎসাধীন ঝুমুর আক্তার বলেন,মাইন উদ্দিনের বখাটে পুত্র মামুন দীর্ঘ দিন যাবত আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। আমি রাজি না হওয়ায় শুক্রবার আমাকে বসতঘর থেকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অভিযুক্ত মাইন উদ্দিন বলেন,আনোয়ার হোসেন ও তার পরিবারের লোকজন আমাকে পরিকল্পিত ভাবে আটকিয়ে রেখে মারধর করে। খবর পেয়ে আমার পরিবারের লোকজন উদ্ধার করতে গেলে সংঘর্ষ শুরু হয়। রামগঞ্জ থানার এস.আই অলিউল্লাহ বলেন,আনোয়ার হোসেন বাড়ির হিন্দু পরিবারের মধ্যে গাছের কিছু ডাল-পালা কাটাকে কেন্দ্র করে শুক্রবার সকালে মারামারি হয়। এই দুই পরিবারে সাথে দীর্ঘ কয়েক বছর যাবত শত্রুতা চলে আসছে। আমি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পাওয়ার পরে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages