রামগঞ্জে বিএডিসি এর সেচ প্রকল্পে জমি খননের অভিযোগ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 6 January 2021

রামগঞ্জে বিএডিসি এর সেচ প্রকল্পে জমি খননের অভিযোগ



রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধি   
লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এর আওতাধীন সেচ প্রকল্পের জমি খননের অভিযোগ উঠেছে। 
গত ৩ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাপ্তি চাকমা বরাবর স্কীমের সভাপতি হাফেজ আহম্মদ মিজি এসংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন। 
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব নোয়াগাও ঘবুড়িয়া বাড়ির ডীপ স্কীমের মধ্যে কমদামে জমি ক্রয় করে বসতবাড়ী ও মাছ চাষের উদ্দেশ্যে ভেকু কিংবা ড্রেজার বসিয়ে পুকুর খনন করছে প্রভাবশালীরা। এতে ফসলি জমি দিনদিন কমে যাচ্ছে। ধংশ হচ্ছে সরকারের কোটি কোটি  টাকার প্রকল্প। 
স্কীমের সভাপতি হাফেজ আহম্মেদ মিজি বলেন, এ স্কীমে মোট ১১০একর জমি রয়েছে। প্রতিবছর এখানে আমন ও ইরি ধানের চাষ করে কৃষকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাপ্তি চাকমা বলেন, বিষয়টি বিএডিসি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এব্যাপারে তারা ব্যাবস্থা নিবে।
এব্যাপারে জানতে চাইলে বিএডিসি এর সহকারী প্রকৌশলী আবদুর রাজ্জাক জানান, প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages