রামগঞ্জ পৌরসভা নির্বাচন টেবিল ল্যাম্প মার্কায় ভোট চাইলেন কাউন্সিলর প্রার্থী শাহজাহান - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 18 January 2021

রামগঞ্জ পৌরসভা নির্বাচন টেবিল ল্যাম্প মার্কায় ভোট চাইলেন কাউন্সিলর প্রার্থী শাহজাহান

   
রামগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন রামগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌর ৩নং ওয়ার্ডর পূনরায় কাউন্সিলর নির্বাচিত হওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত গন সংযোগ করে যাচ্ছেন  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান। ভোটারদের দ্বারেদ্বারে ঘুরে টেবিল ল্যাস্প মার্কায় ভোট চাইলেন তিনি।  প্রতিদিনের মত সোমবার কাক ডাকা সকালে তার নির্বাচনী এলাকার ৩নং ওয়ার্ডের যুবসমাজ এবং মুরুব্বিদের কে সাথে নিয়ে দিনভর ব্যাপক জনসংযোগ করেন তিনি। এ সময় তিনি এলাকার নারী- পুরুষ সর্বসাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন।  এসময় কাউন্সিলর প্রার্থী মোঃ শাহজাহান ভোটারদের বলেন, এতদিন আপনাদের পাশে থেকে যতটুকু উন্নয়ন কাজ করেছি। পূনরায়  নির্বাচিত হলে বাকী উন্নয়ন কাজ সম্পুর্ন করবো। এবং সুখে, দুঃখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages