ওসির সাথে রামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 21 December 2020

ওসির সাথে রামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়



নিজস্বপ্রতিবেদকঃ   লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ  আনোয়ার হোসেনের সাথে রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সন্ধায়, ওসির নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এবং  বক্তব্য রাখেন, রামগঞ্জ  প্রেসক্লাবের  সভাপতি, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ জাকির হোসেন মোস্তান, সাধারন সম্পাদক, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মোঃ কাউছার হোসেন, সহ-সভাপতি, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোঃ সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, যুগ্ন-সাধারন সম্পাদক দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মোঃ বেলায়েত হোসেন বাচ্চু, অর্থ ও দপ্তর সম্পাদক দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ আবু তাহের, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মোঃ তৌহিদুল ইসলাম কবির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি এমএ হালিম খান লিটন, নির্বাহী সদস্য দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি মোঃ রহমত উল্যা পাটোয়ারী, সদস্য দৈনিক জনতা প্রতিনিধি মোঃ আউয়াল হোসেন পাটোয়ারী, দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ জাকির হোসেন সুমন, দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি মোঃ ইকবাল খন্দকার শান্ত, সাধারন সদস্য, দৈনিক বর্তমান প্রতিনিধি, ওমর ফারুক পাটোয়ারী, বনিক বার্তা প্রতিনিধি,  এমরান হোসেন রাজন, দৈনিক গণকন্ঠ প্রতিনিধি, পারভেজ হোসেন, দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি, আবদুর রহমান সহ প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন পর আপনারা পেশাদার সাংবাদিকবৃন্দ একত্রিত হওয়ায় আমার কাছে অনেক ভালো লাগছে। রাষ্ট্রীয় প্রোগ্রামসহ যেকোন গুরুত্বপূর্ণ পোগ্রামে কোন সাংবাদিকদের দাওয়াত দিতে গেলে আমাদের দ্বিধাদ্বন্দ্বে থাকতে হতো। এখন আপনারা সকল সাংবাদিকবৃন্দ একত্রিত হওয়াতে আমাদের জন্যও ভালো হয়েছে।

সমাজ উন্নয়নের জন্য এবং সমাজ পরিবর্তনের জন্য, আপনারাও আমাদের সাথে অগ্রণী ভূমিকা পালন করবেন।
রামগঞ্জ প্রেসক্লাবের পথচলা শুভ হোক।
এসময় তিনি বলেন, নিরপেক্ষ সংবাদ পরিবেশন জন্য সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে। আপনাদের আগামীদিন সুন্দর ও সুখময় হোক।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages