লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর থেকে চুরি হওয়া ১৮ চাকার একটি লরি চট্টগ্রাম জেলার কবিরহাট এলাকা থেকে উদ্ধার করা হয়। লক্ষ্মীপুর সদর থানার পুলিশ উপ-পরিদর্শক মোঃ সোহেল মিয়া বুধবার গনমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় লরি চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত লরি চালক ইউসুফ সদর উপজেলার নন্দনপুর গ্রামের বাসিন্দা ও হেলপার রাজু সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই সোহেল মিয়া জানান, ৫ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার বেলতলী এলাকা থেকে লরিটি চুরি হয়। এ বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানায় একটি মামলা হয়। মামলা নং ০৯। পুলিশ তৎপরতা চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে চট্টগ্রাম জেলার কবিরহাট এলাকা থেকে লরিটি উদ্ধার করে। এঘটনায় লরিটির ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।
No comments:
Post a Comment