আত্রাইয়ে মনোনয়ন পুনঃবিবেচনার জন্য মানববন্ধন - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 16 September 2020

আত্রাইয়ে মনোনয়ন পুনঃবিবেচনার জন্য মানববন্ধন


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) এর উপ-নির্বাচনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তৃণমূলে সর্বাধিক জনপ্রিয় অ্যাডভোকেট মো. ওমর ফারুক সুমন কে মনোনয়ন দেয়ার জন্য পুনঃ বিবেচনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দলের মনোনয়ন পুনঃ বিবেচনার জন্য রোববার উপজেলা আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জনগণের মুখোমুখি সস্নোগান ছিল, আর কোন দাবি নাই সুমন ভাইয়ের নৌকা চাই। এ সময় আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ওমর ফারুক সুমনের পক্ষে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা আহসানগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেসের আলী, শাহাগোলা ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি সমির উদ্দিন, যুবলীগ নেতা মাহমুদুল হক পটলসহ বিভিন্ন নেতাকর্মী। মানববন্ধনকালে সমাবেশে বক্তারা বলেন, মাঠ জরিপ ও জনপ্রিয়তার দিক বিবেচনা করলে অ্যাডভোকেট ওমর ফারুক সুমনের দলীয় মনোনয়ন পাওয়ার যোগ্যতা রাখে। তাদের দাবি একমাত্র সুমন?ই এলাকার মাটি মানুষের পাশে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন এমনটাই প্রত্যাশা এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের। এদিকে নওগাঁর-৬ আসনের উপ-নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন হেলাল। গত ২৭ জুলাই এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শূন্য হয়। নৌকার মাঝি হতে ৩৪ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন উত্তোলন করেছিলেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages