চাট খিল প্রতিনিধিঃ
সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের ছমর উদ্দিন তপদার বাড়ির নুরুল হুদার ছোট ছেলে আক্তার হোসেন( ৪০)
চার পাঁচ জন সন্ত্রাসী নিয়ে তার বড় ভাই দুলাল হোসেন (৫০) এর চাটখিল পৌর বাজারের মোবাইল দোকানে সন্ত্রাসী হামলা করে লোহার রড দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙে দেয় এবং দুলাল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২৮) কে গুরুতর জখম করে।
এ সময় সন্ত্রাসীরা তার দোকানের ক্যাশ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে দুলাল হোসেন বাদী হয়ে চাটখিল থানায় রোববার মামলা দায়ের করেছেন।
পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আক্তার হোসেন কে গ্রেফতার করে।
থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ৮ টার সময় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা দুলাল হোসেন ও তার ছেলে শরিফুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে দোকানের ক্যাশ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এবং এ ব্যাপারে কোনো রকম আইনের আশ্রয় নিলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গুরুতর আহত দুলাল ও তার ছেলে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে চাটখিল থানার (ওসি) তদন্ত মোঃ দুলাল মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় ১ জন কে গ্রেপ্তার করা হয়েছে।
No comments:
Post a Comment