সৌদি আরবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Thursday, 10 September 2020

সৌদি আরবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা

বাড়ছে উত্তেজনা, সৌদি আরবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা
নিউজ ডেস্কঃ

সৌদি আরবের রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ টার্গেটে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। বৃহস্পতিবার এই হামলা চালানো দাবি করে গোষ্ঠীটি। এ ব্যাপারে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে বলেছে, রিয়াদের দিকে ধেয়ে আসা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ড্রোন ভূপাতিত করেছে জোটের সৈন্যরা। বিবৃতিতে বিস্তারিত কোনও তথ্য না দিয়ে বলা হয়েছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবে বেসামরিক টার্গেটে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। এদিকে হুথি সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, তারা রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একটি দুল-ফাক্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তিনটি সামাদ-৩ ড্রোন ছুড়েছে। অতীতেও ইয়েমেনি এই বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরব লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালিয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages