লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর মনসা উচ্চবিদ্যালয় নতুন একাডেমিক ভবন বৃহস্প্রতিবার (১৭ সেপ্টেম্বর ২০২০) দুপুরে উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোনাজের রশিদ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী জাহিদুর রহমান সাহিনের সভাপতিত্বে ও বিদ্যুৎসাহী সদস্য এসএম আই বুলবুল পাইনের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফরিদ অাহম্মেদ বাঙ্গালী, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভূইঁয়া, জাহিদ হোসেন ভূইঁয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম মাষ্টার, প্রধান শিক্ষক হারুনুর রশিদ, জিয়াউল হক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম পাইন, ভাটরা উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইউপি মেম্বার লিয়াকত হোসেন পাইন, দাতা সদস্য জাহাঙ্গীর আলম, অভিভাবক সদস্য তপন বাবু রায়,হারুনুর রশিদ,রেজাউল করিম,নুরনবী, শিক্ষক প্রতিনিধি আনোয়ার হোসেন, সাবেরা সুলতানা, উপজেলা পরিষদের সিএ ফয়েজ আলমসহ প্রমূখ।
উল্লেখ্য ২কোটি ৯৩ লাখ টাকা ব্যায় চতুর্থ তলা একাডেমিক ভবন আনুষ্ঠানিক উদ্বোধন পরেই মিলাদ ও মুনাজাতের মাঝে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
No comments:
Post a Comment