প্রতিদিনখবর নিউজ ডেস্কঃ
সোনাইমুড়ী থানা পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পোরকরা গ্রামের মাঠ থেকে খোরশেদ আলম( ৩৫) নামের এক সিএনজি চালকের মৃতদেহ উদ্ধার করেছে। খোরশেদ আলম চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মৃত ফরিদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, খোরশেদ আলম গত সোমবার সন্ধ্যা তার বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেনি। বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পায়নি। আজ বৃহস্পতিবার দুপুরে পোরকরা গ্রামের লোকজন ফসলের মাঠের পানিতে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশরে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এ ব্যাপারে সোনাইমুড়ী থানার (ওসি) গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এ ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
No comments:
Post a Comment