রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপালে রাজশাহী জেলা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি গোদাগাড়ী উপজেলার শেখপাড়া গ্রামের মোহাম্মদ বরজাহান আলীর ছেলে মোঃ রেজাউল (৩২) কে ১৪৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
আজ ৩১শে আগষ্ট সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবি পুলিশের একটি টিম গোদাগাড়ী থানাধীন চাপাল গ্রামস্থ কামাল অটো রাইস মিলের সামনের রাস্তা সকাল সাড়ে ছয়টার দিকে অভিযান পরিচালনা করে হেরোইনসহ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খাইরুল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
তিনি আরো বলেন,রাজশাহীর পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম স্যারের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে কাজ করছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
No comments:
Post a Comment