লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ- হাজীগঞ্জ সড়কের ফকির বাজারস্থ নির্মানাধীন ব্রিজের বাইপাশ সড়কে দুই পাসে পানি উঠায় ঝুঁকি নিয়ে যান চলাচল করছে।
সংশ্লিষ্ট ঠিকাদার কিংবা সওজ বিভাগের পক্ষ থেকে বাইপাস সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহন না করায় ঝুকিনিয়ে যানবাহন চলাচল করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের নির্মানাধীন ব্রিজের চলমান কাজের পূর্ব পাশে বাইপাশ সড়কের উপর ছোট বড় একাধিক গর্ত। দুই পাসে বর্ষার পানিতে সড়কটি ডুব ডুব অবস্থায় রয়েছে।
সড়কে চলাচলরত ড্রাইভার ও একাধিক যাত্রী দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, পুরো সড়কের এক মাত্র ফকিরবাজার নামক স্থানে বাইপাশ সড়কে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
দূর্ভোগের বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের হাজীগঞ্জ সার্কেলের মো.শাহআলম বলেন,ইতিপূর্বে বাইপাস সড়কে ইটের কণা ও বালু ফেলেছি। বৃষ্টি ও বর্ষার পানিতে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধা সৃষ্টি হয়েছে। ব্রিজের কাজ শেষ পর্যায়। আগামি কয়েক মাসের মধ্যে ব্রিজ উদ্বোধন হলে এ সমস্যা থাকবে না।
No comments:
Post a Comment