বিজয়ের মাসেই বাজারে আসতে পারে দেশীয় তৈরি করোনার ভ্যকসিন! - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 6 July 2020

বিজয়ের মাসেই বাজারে আসতে পারে দেশীয় তৈরি করোনার ভ্যকসিন!



নিউজ ডেস্ক ঃ
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে টিকা (ভ্যাকসিন) আবিষ্কার করার কথা জানিয়েছিল বাংলাদেশের ‘গ্লোব বায়োটেক লিমিটেড’। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর ডিসেম্বরেই ভ্যাকসিনটি সবার কাছে পৌঁছে দেয়ার ব্যাপারে আশাবাদী প্রতিষ্ঠানটি। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার দিন থেকেই তারা ভাইরাসটির ভ্যাকসিন আবিষ্কারের কাজ শুরু করে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির তরুণ তুর্কি ড. আসিফ গণমাধ্যমকে বলেন, অপেক্ষাটা আর কয়েক সপ্তাহ, তারপরেই মানবদেহে ট্রায়াল।

তিনি আরও বলেন, আমরা একটা হিসাব করে দেখেছি, যদি সবকিছু ঠিক থাকে পশুর উপর ভ্যাকসিন প্রয়োগের অ্যাপ্রুভালটা যদি ঠিকমতো সময় পাই তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ট্রায়ালের জন্য আমরা হাতে সময় রাখছি। আশা করছি, বিজয়ের মাসেই বাজারে করোনা ভ্যকসিন নিয়ে আসতে পারবো। তবে এর জন্য ড্রাগস বাজারে ছাড়ার অ্যাপ্রুভাল লাগবে।

ড. আসিফের চোখে এখন স্বপ্ন দেখছে গোটা বাংলাদেশ। এই প্রত্যাশা চাপ নয়, বরং সহায়ক মানছেন তারা। বলছেন, দরকার একটু সরকারি পৃষ্ঠপোষকতা। বাকিটা, চোখের সামনে সাফল্য ছাড়া কিছুই দেখছেন না তারা।

তিনি বলেন, আগে শুধু এটা আমাদের স্বপ্ন ছিল। কিন্তু এখন এটা দেশের স্বপ্ন। সকলের প্রত্যাশার জায়গা দেখে নতুন উদ্যোমে আমরা আমাদের কাজ শুরু করেছি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages