মোঃ আব্দুর রাজ্জাক রাজা
নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধি টাংগাইলের নাগরপুরে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ১২ ইউনিয়নের ৩৬ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এই সাইকেল বিতরণ করা হয়।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর,সদর ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি, মোকনা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান কোকা, গনমাধ্যমকর্মী সহ অন্যান্যরা।
উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এসব সাইকেল বিতরণ করা হয়।এ সময় ইউএনও সৈয়দ ফয়েজুল বলেন,এই সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজে আরো গতিশীল হবে।ইউনিয়ন পরিষদের সকল তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌছে দিতে পারবে।
No comments:
Post a Comment