করোনায় বিদেশে ১৩৭৭ বাংলাদেশির মৃত্যু, অধিকাংশ মধ্যপ্রাচ্যে - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Friday 10 July 2020

করোনায় বিদেশে ১৩৭৭ বাংলাদেশির মৃত্যু, অধিকাংশ মধ্যপ্রাচ্যে


নিউজ  ডেস্কঃ


বাংলাদেশি প্রবাসীরা বিশ্বের প্রায় ১৬৮টি দেশে অবস্থান করছেন। এসব দেশের প্রায় সবই এখন কম-বেশি করোনা আক্রান্ত। এরইমধ্যে অনেকেই আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি সিঙ্গাপুরে। মৃত্যুও হয়েছে প্রায় এক হাজার ৩৭৭ জনের। এরমধ্যে আবার সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্যে। ব্র্যাকের তথ্য অনুযায়ী, করোনার কারণে বিদেশের মাটিতে মোট ১৯টি দেশে অন্তত এক হাজার ৩৭৭ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এছাড়া বিভিন্ন দেশে আক্রান্ত হয়েছেন প্রায় ৭০ হাজার। গত ০৫ জুলাই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এ পরিসংখ্যান দিয়েছে ব্র্যাক। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, বাংলাদেশের অধিকাংশ প্রবাসী রয়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সেখানকার ছয়টি দেশেই অন্তত ৭৫৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে আবার সৌদি আরবে মোট মৃত্যুর ২৫ ভাগই বাংলাদেশিদের। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে মোট সোয়া দুই লাখ মানুষ করোনায় আক্রান্ত।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages