নিউজ ডেস্ক ঃ
হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৭ জুন) সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আল্লামা শফী দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত নানা রোগে ভুগছেন। তার বয়স ১০৩ বছর। দুই সপ্তাহ আগে তিনি ঢাকায় চিকিৎসা নিয়ে মাদ্রাসায় ফেরেন। এরপর থেকেই তিনি শয্যাশায়ী ছিলেন। রোববার সন্ধ্যার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে দ্রুত হাসপাতালে নেয়।
No comments:
Post a Comment