কিশোরকণ্ঠ জাতীয় গল্প লেখা প্রতিযোগিতা ২০২০ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 10 June 2020

কিশোরকণ্ঠ জাতীয় গল্প লেখা প্রতিযোগিতা ২০২০




তরুণদের সাহিত্যচর্চা ও সাধনাকে গতিশীল করার লক্ষ্যে সর্বাধিক প্রচারিত শিশু-কিশোর মাসিক পত্রিকা কিশোরকণ্ঠ আয়োজন করছে কিশোরকণ্ঠ জাতীয় গল্প লেখা প্রতিযোগিতা ২০২০। আগ্রহী তরুণ লেখকদের কাছ থেকে তাদের মৌলিক ও সৃজনশীল গল্প নিচে দেওয়া নিয়মানুযায়ী পত্রিকার ঠিকানায় পাঠানোর আহবান করা হচ্ছে।

গল্প পাঠানোর নিয়ম:
১. ‘ক’ ও ‘খ’-এই দুই বিভাগের যেকোনো একটিতে লেখা পাঠাতে হবে।
ক-বিভাগ : ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি 
খ-বিভাগ : একাদশ শ্রেণি থেকে অনার্স ৪র্থ বর্ষ বা সমমান
২. লেখার সাথে জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র ও সর্বশেষ পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি/স্ক্যানকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পাঠাতে হবে।
৩. লেখা অবশ্যই বাংলা ভাষায় হতে হবে এবং ইতিপূর্বে দেশী/বিদেশী যেকোনো পত্রিকা, অনলাইন (যেমন : ফেসবুক, ওয়েবম্যাগ, ব্লগ) বা বইতে প্রকাশিত অথবা অন্য ভাষার অনুবাদ গল্প এই প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।
৪. ই-মেইল, ফেসবুক পেজের মেসেজ অপশন অথবা ডাকযোগে লেখা পাঠানো যাবে। ই-মেইলে ও ফেসবুক পেজের মেসেজ অপশনে গল্প পাঠানোর ক্ষেত্রে গল্পটি কম্পোজ করে সাবজেক্টের ঘরে এবং ডাকে পাঠানোর ক্ষেত্রে খামের ওপর কিশোরকণ্ঠ জাতীয় গল্প লেখা প্রতিযোগিতা ২০২০ কথাটি উল্লেখ করতে হবে।
৫. জাতীয় চেতনা, দেশপ্রেম, ইতিহাস-ঐতিহ্য এবং সামাজিক/নৈতিক মূল্যবোধসম্পন্ন লেখা প্রাধান্য পাবে।
৬. লেখা পাঠাবার শেষ তারিখ আগামী ৩০ জুন ২০২০।
৭. দুইটি বিভাগে পাঁচজন করে মোট দশজনকে পুরস্কৃত করা হবে।
প্রথম পুরস্কার : ২০,০০০/- (বিশ হাজার টাকা), সনদপত্র ও ক্রেস্ট।
দ্বিতীয় পুরস্কার : ১৫,০০০/- (পনের হাজার টাকা), সনদপত্র ও ক্রেস্ট।
তৃতীয় পুরস্কার : ১০০০০/- (দশ হাজার টাকা), সনদপত্র ও ক্রেস্ট।
চতুর্থ পুরস্কার : ৮০০০/- (আট হাজার টাকা), সনদপত্র ও ক্রেস্ট।
পঞ্চম পুরস্কার : ৫০০০/- (পাঁচ হাজার টাকা), সনদপত্র ও ক্রেস্ট।
৮. পুরস্কারপ্রাপ্ত লেখাগুলো কিশোরকণ্ঠ ধারাবাহিকভাবে প্রকাশ করবে। এছাড়া বিচারকমণ্ডলী কর্তৃক মনোনীত আরও দশজন প্রতিযোগীর সেরা দশটি গল্পও ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।
৯. যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

গল্প পাঠনোর ঠিকানা
নতুন কিশোরকণ্ঠ, ৫১, ৫১/এ (৭ম তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০
ই-মেইল : kishorkantha@yahoo.com
ফেসবুক পেজ : https://www.facebook.com/kishorkanthabd/

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages