লক্ষ্মীপুরে নতুন ৩৪ ব্যক্তির টেষ্টে করোনা রোগী ১০ জন - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 3 June 2020

লক্ষ্মীপুরে নতুন ৩৪ ব্যক্তির টেষ্টে করোনা রোগী ১০ জন



লক্ষ্মীপুর প্রতিনিধি  : লক্ষ্মীপুরে নতুন করে ৩৪ জন ব্যক্তির করোনাভাইরাস টেষ্ট করে ১০ জনের পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত ২শ’ ৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯২ জন রোগী। আজ (৩ জুন) বুধবার দুপুরে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করে।

সূত্র আরো জানায়, আজ দুপুরে (NSTU) প্রাপ্ত ৩৪ রেজাল্টে ১০ জনের পজেটিভ আসে। বাকী ২৪ জন ব্যক্তির নেগেটিভ রেজাল্ট এসেছে। শনাক্তকৃত ১০ জনই লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা।

লক্ষ্মীপুর সদর উপজেলার শনাক্তকৃত নতুন ১০ রোগীর বিভাজন

০১। ০৬নং বাঙ্গাখা ইউনিয়ন- ০১ জন
০২। ১৪নং মান্দারী ইউনিয়ন- ০৪ জন
০৩। ১৫নং লাহারকান্দি ইউনিয়ন- ০১ জন
০৪। পৌরসভা- ০৪ জন

সনাক্তকৃত ১০জন নতুন করোনারোগীসহ সদর উপজেলায় সর্বমোট সনাক্ত ১শ’ ২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০জন। মৃত্যুর পর সনাক্ত ০২জন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages