লক্ষ্মীপুরে নতুন ২০ করোনা রোগী শনাক্ত, মোট শনাক্ত ৩৭৮ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Friday 12 June 2020

লক্ষ্মীপুরে নতুন ২০ করোনা রোগী শনাক্ত, মোট শনাক্ত ৩৭৮



রামগঞ্জ প্রতিনিধি, : লক্ষ্মীপুরে দিন দিন বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।
আজকে নতুন করে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরো ২০ জন।

যার মধ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত ইউনিয়ন সমাজকর্মী আবুল বাসারসহ রামগঞ্জে ০৫, সদরে ০৮, কমলনগরে ০২ ও রামগতিতে ০৫ জন।
এছাড়া পুরাতন পজেটিভ হয়েছে ০৪ জন। যার মধ্যে সদর ০৩ ও রামগঞ্জ ০১ জন।

এর মধ্যে রামগতির ১ জন মৃত ব্যক্তির নমুনা থেকে সনাক্ত।

এ নিয়ে সনাক্ত রোগীর মধ্যে ০৬ জন মৃত ব্যক্তির নমনুা থেকে পজেটিভ সনাক্ত হয়েছে। যাদের দুইজন রামগঞ্জের শনাক্তের মধ্যে।

আজ ১২  জুন (শুক্রবার) বিকেল ০৫ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন, লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়।

এ নিয়ে লক্ষ্মীপুরে সর্বমোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩৭৮ জনে। যার মধ্যে সদর ১৮২, রামগঞ্জ ৬৭, কমলনগর ৪৯, রামগতি ৩০, রায়পুর ৫০।

এছাড়াও জেলায় সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন মোট ১৬৫ জন। যার মধ্যে সদর ৭২, রামগঞ্জ ৩০, কমলনগর ১৪, রামগতি ১৩, ও রায়পুর ৩৬ জন।

চিকিৎসাধীন আছেন মোট ১৮৬ জন।

এদিকে সনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এখনো কোন পজেটিভ সনাক্ত রোগী লক্ষ্মীপুর জেলায় মারা যায়নি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages