নাগরপুরে প্রয়াত এমপি হাজী মকবুল স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Tuesday 2 June 2020

নাগরপুরে প্রয়াত এমপি হাজী মকবুল স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল




মোঃ আব্দুর রাজ্জাক রাজা  নাগরপুর টাংগাইল প্রতিনিধি 
: টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব মকবুল হোসেন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

০৩ জুন ২০২০,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এ শোকসভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে।

নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক ফারুক হোসেন এর সঞ্চালনায় ও সভাপতি বাবর আল মামুন এর সভাপতিত্বে এ শোকসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনি,উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম দুলাল,ত্রাণ বিষয়ক সম্পাদক উজ্জল মোল্লা,স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন,করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সদ্য প্রয়াত সাবেক সাংসদ হাজী মকবুল হোসেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন।মহামারী করোনা মোকাবেলায় তিনি অসহায়,কর্মহীন ও দরিদ্র  মানুষের পাশে দাড়িয়েছিলেন।আজ আমাদের মাঝে সেই মহান ও ত্যাগী নেতা নেই।শিক্ষা, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।অসময়ে তাঁর চলে যাওয়ায় কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ সংঘটিত হয়েছে।নাগরপুরবাসীর সাথে ছিল তাঁর আত্মার বন্ধন। তিনি টাঙ্গাইল ৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটুর পিতা।নাগরপুরে সামাজিক, শিক্ষা ও অর্থনৈতিক প্রেক্ষাপটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।মারা যাওয়ার কয়েকদিন আগেও তিনি উপজেলার ৬২৫ জন ইমামকে অার্থিকভাবে সহায়তা প্রদান করেন।এ অকাল মৃত্যুতে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও সেই সাথে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
পরিশেষে মরহুমের আত্মা ও তার পরিবারের মঙ্গল কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে এ শোকসভার সমাপ্তি হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages