লক্ষ্মীপুরের রামগঞ্জ ও চন্দ্রগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Sunday 31 May 2020

লক্ষ্মীপুরের রামগঞ্জ ও চন্দ্রগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু



লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ 

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জগতপুর গ্রামের বৃদ্ধ মোঃ শাহাবুদ্দিন মিয়া ও সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার গণিপুর গ্রামের একটি মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক (৬৫) করোনা উপসর্গ নিয়ে ৩১ মে রবিবার মৃত্যু বরন করেন।

গত কয়েকদিন থেকে তারা জ্বর, সর্দি ও ডায়রিয়া রোগে ভুগছিলেন। করোনা উপসর্গ থাকায় স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে পুলিশ ৩টি বাড়ি লকডাউন করে দেয়।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গুনময় পোদ্দার জানান, গত কয়েকদিন থেকে বৃদ্ধা শাহাবুদ্দিন জ্বও, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে বাড়ীতে অসুস্থ ছিলেন আজ আরো বেশি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার নমুনা সংগ্রহ করে হাসপাতালে ভর্তি দেয়ার কিছুক্ষন পর সে মারা যায়। এ ঘটনায় ৩টি বাড়িকে লক ডাউনে রাখা হয়েছে বলে জানান তিনি।

অপর দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন গণিপুর গ্রামের একটি মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক (৬৫) জ্বর, সর্দি-কাশিসহ করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানান জেলা স্বাস্থ্য বিভাগ। মৃত ওমর ফারুকের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages