নিউজ ডেস্ক ঃ
রাঙ্গামাটি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৯ মে) সকালে রিজার্ভমুখ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে রিজার্ভমুখ এলাকায় বাড়ির গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন চারদিক ছড়িয়ে পড়লে ১৪টি কাঁচা-আধাপাঁকা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয়রা মিলে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় ২০লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।'
এদিকে আগুনের খবর পেয়ে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
No comments:
Post a Comment