রামগঞ্জে ১জন করোনা আক্রান্ত ১১ পরিবার ও ৬ দোকান লকডাউন - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Tuesday 5 May 2020

রামগঞ্জে ১জন করোনা আক্রান্ত ১১ পরিবার ও ৬ দোকান লকডাউন


রামগঞ্জ( লক্ষ্মীপুর) প্রতিনিধি 
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানিয়ালা বাজারের সেলুন দোকানদার প্রান কৃষ্ণ( ৪৭) করোনা ভাইরাসে সংক্রামিত হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর জাহানের নির্দেশে স্হানীয় ইউপি সদস্য মোঃ নুর নবী  আজ মঙ্গলবার পানিয়ালা শীল বাড়ির ১১টি পরিবার এবং পানিয়ালা বাজারে তাদের ৪টি সেলুন দোকান ও কমর উদ্দিন রোডের ২টি সেলুন লকডাউন করে লাল পতাকা লাগিয়ে নির্দেশ প্রদান করা হয় কমপক্ষে  ১৪ দিন সেলুন দোকান গুলো না খোলার জন্য এবং বাড়ি হইত  বাইরে না যাওয়ার জন্য।
সুত্রে জানাযায়, গত পরশু রবিবার প্রান কৃষ্ণ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তার শ্বশুর বাড়ি শাহরাস্তি উপজেলার কালি বাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা অাশংখাজনক 
দেখে দ্রুত তাকে কুমিল্লা প্রেরণ করা হয়। সেখানে তার নমুনা  পরীক্ষায় নোভেল করোনা ১৯ পজিটিভ আসলে  বিষয়টি রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর জাহানকে অবহিত করা হলে তিনি পানিয়ালা শীল বাড়ির ১১ পরিবার এবং পানিয়ালা বাজারের ৪ টি দোকান ও কমর উদ্দিন রোডের ২ টি দোকান লকডাউন ঘোষণা করেন।   

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages