লক্ষ্মীপুরে নতুন করে আরো ০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
যার মধ্যে রামগঞ্জে ০৫, সদর ০১, কমলনগরে ০২ জন।
আজ ৩০ মে (শনিবার) দুপুর ১টা দিকে বিষয়টি নিশ্চিত করেন, লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়।
এদিকে রামগঞ্জে নতুন আক্রান্ত ৫ জন হলেন, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যাওয়া অলিম্পিক কনজ্যুমার কোম্পানী লিঃ এর ফিল্ড সুপারভাইজার মোঃ সোলেমান (৫৫), মৃত সোলেমান মিয়ার বাড়ী যশোরের ফুলবাড়িয়ায়। বুধবার বিকালে রামগঞ্জ পৌর শহরের সোনাপুর সড়কের মৌলভী বাজারের একটি মেসে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ঘুমন্ত অবস্থায় মারা যান সোলেমান। তবে একই রুমে থাকা সোলেমান মিয়ার অন্য দুই সহযোগীর করোনা নেগেটিভ হয়েছে বলে জানা যায়।
অন্যরা হলেন, উপজেলা পরিষদের একজন দায়িত্বশীল কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণীর এক কর্মচারী,
রামগঞ্জ মাছ বাজারের চন্ডিপুর গ্রামের এক মাছ বিক্রেতা, সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার বাড়ী সংলগ্ন ইসলাম মঞ্জিলের একজন বলে বিষয়টি নিশ্চিত করেন রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র।
এ নিয়ে লক্ষ্মীপুরে সর্বমোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯৬ জনে। যার মধ্যে সদর ৮০, রামগঞ্জ ৪১, কমলনগর ২১, রামগতি ১৭, রায়পুর ৩৭।
No comments:
Post a Comment