রামগঞ্জে বিশিষ্ট ব্যাবসায়ী এবিএম বেলাল খানের উপহার সামগ্রী পৌঁছে দিল কর্মহীনদের ঘরে - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 4 May 2020

রামগঞ্জে বিশিষ্ট ব্যাবসায়ী এবিএম বেলাল খানের উপহার সামগ্রী পৌঁছে দিল কর্মহীনদের ঘরে




নিজস্ব প্রতিনিধি:
প্রানঘাতি করোনাভাইরাসে নিস্তব্ধ পুরো বিশ্ব মানবতা। এর প্রকোপ থেকে রক্ষা পেতে করা হয়েছে বাধ্যতামূলক গৃহবন্ধী।এমতাবস্থায় হতদরিদ্র, কর্মহীন, দিনমজুরদের আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য সহায়তা দিয়ে পাশে দাড়িয়েছেন রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের বাসিন্দা বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজসেবক, ও শিক্ষানুরাগী, 
এ বি এম বেলাল হোসেন খান।তিনি তার নিজস্ব অর্থায়নে ভাটরা ইউনিয়ন ব্যাপী এসমস্ত  কর্মহীন  পরিবার গুলোর  পাশে এসে হাত বাড়িয়ে  নিত্যপ্রয়োজনীয়  খাদ্য সামগ্রী  ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। এরই অংশ হিসেবে আজ সোমবার  বিকেলে ইউনিয়নের ১নং ওয়ার্ড জয়দেবপুর ও কোমরতলা গ্রামের বিভিন্ন বাড়িতে ঘরে ঘরে  পৌঁছে দেন  ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান ভুট্রো। তত্ত্বাবধানে ঘরে ঘরে খাদ্য সামগ্রী  পৌছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন শিক্ষক শাহ আলম শুভ্র, 
 ভাটরা ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুর রহিম হাওলাদার,  বাহার শেখ, জুয়েল রানা,রাকিব ওয়াদুদ, কামাল হোসেন, মাসুদ আলম, ভাটরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাকিল মিঝি, শরীফ মিঝি, আরিয়ান শেখ, শফিক শেখ,মিরাজ হোসেন রনি সহ প্রমুখ। 
 
বিশিষ্ট ব্যাবসায়ী,সমাজসেবক ও শিক্ষানুরাগী এ বি এম বেলাল হোসেন খান বলেন,করোনাভাইরাসের কারনে আয় রোজগার বন্ধ থাকায় আমার ভাটরা ইউনিয়নের অনেক মানুষ কষ্টে দিনযাপন করছে। তাই আমার এই ক্ষুদ্র উপহার  ইউনিয়ন বাসীর কিছুটা হলেও কষ্ট লাগব হবে। এই কাজে আমাকে  সহযোগিতা করার জন্য  আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান ভুট্রু সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।সমাজের সকল বিত্তবানরা এসময় অসহায় মানুষগুলোর পাশে দাড়ালে এদের মুখে হাসি ফুটবে।সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে ঘরে থাকার অনুরোধ করেছেন তিনি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages