বঙ্গবন্ধুর দুর্ধর্ষ খুনি রিসালদার মোসলেহ উদ্দিন পশ্চিম বাংলার বনগ্রামে আটক! - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Sunday 19 April 2020

বঙ্গবন্ধুর দুর্ধর্ষ খুনি রিসালদার মোসলেহ উদ্দিন পশ্চিম বাংলার বনগ্রামে আটক!


 দেবব্রত রায় চৌধুরী, কলকাতা ব্যুরো,আজকের সূর্যোদয় অনলাইন।।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক দুর্ধর্ষ খুনি রিসালদার মোসলেহ উদ্দিনকে আটক করার খবর পাওয়া গেছে।
একটি  বিশেষ সূত্র জানায় গত সপ্তাহে পশ্চিম বাংলার চব্বিশ পরগনার বনগ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। গত চল্লিশ বছর যাবৎ তিনি সেখানেই বসবাস করতেন বলে জানা গেছে।

সূত্র জানায় মোসলেহ উদ্দিন বনগ্রামে হিন্দু ডাক্তার হিসেবে বিখ্যাত ছিলেন। এলাকাবাসীর কাছে  ডাক্তার দত্ত নামে তিনি পরিচিত ছিলেন।  হোমিওপ্যাথির চিকিৎসক হিসাবে তার বেশ সুনাম  ছিলো। গাইঘাটার ঠাকুরনগর রেল স্টেশনের পাশে  "ইউনানী ফার্মেসী” নামে তার একটা দোকান ছিল। শোনা  যায় মাজেদের মতো তিনিও এক হিন্দু মেয়েকে বিয়ে করেছিলেন। তার সেই ঘরের সন্তানেরা সবাই হিন্দু। ডাক্তারির পাশাপাশি তিনি নিয়মিত মন্দিরে পূজা অর্চনা করতেন। 
সম্প্রতি ফাঁসি কার্যকর হওয়া আরেক খুনী ক্যাপ্টেন ( বরখাস্ত) মাজেদের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ ছিল। ধারণা করা হচ্ছে এই মাজেদই মোসলেম সম্পর্কে তথ্য সরবরাহ করেছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages