খাদ্য সামগ্রী নিয়ে নাগরপুরে কর্মহীন দরিদ্রদের পাশে দাড়ালেন আব্দুল হাই - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Thursday 2 April 2020

খাদ্য সামগ্রী নিয়ে নাগরপুরে কর্মহীন দরিদ্রদের পাশে দাড়ালেন আব্দুল হাই



মোঃ আব্দুর রাজ্জাক রাজা 
নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ইরতা গ্রামের মরহুম করিম চেয়ারম্যানের বড় ছেলে মো. আব্দুল হাই ঘরে থাকা কর্মহীন দরিদ্রদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাড়ালেন।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে সরকারি নির্দেশনায় দেশের সর্ব স্তরের মানুষ যখন ঘরে অবস্থান করছে তখন দিন এনে দিন খাওয়া  দরিদ্র শ্রমিক ও বৃদ্ধ মানুষদের জীবনে ক্ষুধার কষ্ট নেমে এসেছে। আর তাদের এই কষ্ট থেকে মুক্ত করতে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে সরকারের পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যবসায়ী মো. আব্দুল হাই।

বৃহস্পতিবার সকালে মরহুম করিম চেয়ারম্যানের বাসভবন থেকে সহবতপুর ইউনিয়নের শতাধিক দরিদ্র শ্রমিক, দিন এনে দিন খাওয়া, বৃদ্ধ, নারী-পুরুষদের মাঝে পুরো এক সপ্তাহের খাদ্য সামগ্রী চাউল, ডাউল, তেল, লবন, আলু, সাবান সম্বলিত ব্যাগ অসহায় দরিদ্রদের হাতে তুলে দেন সাবেক চেয়ারম্যানের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল হাই।

এ সময় তিনি তার ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৩০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রীর ব্যাগ তুলে দেন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সহবতপুর বাজার বনিক সমিতির সাবেক সভাপতি মো. আলাল উদ্দিন, সমাজ সেবক মো. সাগর মিয়া।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages