সুমন হাওলাদার ঃ করোনা দুর্যোগের কারনে মধ্যবিত্ত মানুষদের জন্য রামগঞ্জের জয়দেবপুর যুব ফোরাম নিয়ে এসেছে সম্মানি উপহার। যেখানে রয়েছে চাল,ডাল, তেল,সাবান, সবজি সহ খাদ্য সামগ্রী। যাহার কোন নামই দেয়াও হয় নাই।
করোনাভাইরাস সংক্রমণের কারেন
যারা খাদ্য সংকটে পড়েছেন কিন্তু লজ্জায় কাউকে বলতে পারছেন না, কিংবা কারো কাছে হাত পাততেও পারছেন না তাদের সহযোগিতা এগিয়ে এসেছে প্রবাসীদের অর্ধয়ানে জয়দেবপুর যুব ফোরাম, তাহারা সুকৌশলে প্রত্যকটা বাড়িতে কাহারা এধরণের সমস্যার মাঝে আছে খোঁজ নিয়ে গভীর রাতে দরজা টোকা দিয়ে ফটোশেসন ছাড়াই খাদ্য সামগ্রী রেখে আসছে।
দুর্যোগের এই সহায়তা খুশি মধ্যবিত্ত পরিবারের মানুষগুলি।
দুর্যোগের মুহূর্তে এমন সাহায্য যেন আশীর্বাদ মধ্যবিত্ত মানুষ গুলোর জন্য।
জয়দেবপুরে যুব ফোরামের কয়েকজন জানান,
এলাকার মানুষদের জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস। নিজেদের উদ্যোগে ও মানবিক বিবেচনায় আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। যারা খাবার নিয়ে সংকটে থাকবেন তাদের দিকে সাধ্যমত নজর রাখবো। এসময় তারা বিত্তবানদের প্রতি আহবান জানান, মধ্যবিত্ত পরিবার গুলোই বর্তমানে বেশি অভাবের মাঝে আছে ফটোশেসন ছাড়াই তাহাদের সাহায্যে এগিয়ে আসার জন্য।
জয়দেবপুর যুব ফোরাম ২০৭ জনের মাঝে এ ভাবে খাদ্য সামগ্রী দিয়েছে এবং রমজানের প্রথম সাপ্তাহ আরো বড় ধরনের খাদ্য সামগ্রী সত্যিকারের অসহায়দের দেওয়ার আশা ব্যক্ত করেন।
No comments:
Post a Comment