কৃষকের সাথে মাঠে নিজ হাতে ধান কাটলেন ইউএনও সৈয়দ ফয়েজুল - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 20 April 2020

কৃষকের সাথে মাঠে নিজ হাতে ধান কাটলেন ইউএনও সৈয়দ ফয়েজুল



মোঃ আব্দুর রাজ্জাক রাজা নাগরপুর,টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুর উপজেলার কাঠুরি গ্রামের কৃষক জহিরুল ইসলামের জমিতে কৃষকের সাথে নিজ হাতে ধান কেটেছেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও সৈয়দ ফয়েজুল। কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস জানান,চলতি মৌসুমে উপজেলার প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে বরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে ব্রি ২৮ ও ২৯ জাতের ধানের ফলন সবচেয়ে বেশি ভাল হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী এক মাসের মধ্যে কৃষকরা ধান ঘরে তুলতে পারবে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন,করোনা ভাইরাসের কারনে ধান কাটা যেন বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রেখে কৃষি অধিদপ্তর সহ উপজেলা প্রশাসন সর্বদা কৃষকদের পাশে আছে।করোনায় কৃষকদের স্বাস্থ্য ঝুকি খেয়াল রেখে তাদের জন্য মাস্ক, সাবান ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা করা হবে।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও গনমাধ্যমকর্মী সহ অন্যান্যরা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages