করোনা আতঙ্কে রোগীশূন্য রামগঞ্জ উপজেলা সরকারি হাসপাতাল - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Friday 27 March 2020

করোনা আতঙ্কে রোগীশূন্য রামগঞ্জ উপজেলা সরকারি হাসপাতাল






রামগঞ্জ প্রতিনিধি ঃ
করোনা আতঙ্কে রোগীশূন্য হয়ে পড়েছে রামগঞ্জ উপজেলা সরকারি   হাসপাতাল। রোগীরা সম্পূর্ণ সুস্থ না হলেও হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন।

হাসপাতালটি ৩১ শয্যা বিশিষ্ট।  মেডিসিন বিভাগসহ সব ওয়ার্ডের ইনডোর-আউটডোরে প্রতিদিন প্রায় ২থেকে আড়াই শ’ রোগী আসতো চিকিৎসা নিতে এর মাঝে ৬০/৭০ জন রোগী  ভর্তি থাকতো। করোনা আতঙ্কের কারণে বর্তমানে ভর্তি আছেন মাত্র ৩ থেকে ৪ জন রোগী। আবার যারা ভর্তি রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ হাসপাতাল ছাড়ছেন। ফলে রোগীশূন্য হয়ে পড়েছে হাসপাতালটিতে।

এমন চিত্র দেখা গেছে আজ শুক্রবার রামগঞ্জ উপজেলা   স্বাস্থ্য কমপেক্সে।
জরুরি বিভাগে অবস্থানরত চিকিৎসক স্বপন জানান, গতকাল রাত ১২টায় থেকে আজ ৪ টায় এই পর্যন্ত রোগী দেখেছি ১৯ জন  তার মধ্যে সর্দি- কাশি ও গলাব্যার করনে ১ জনকে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। কে যে করোনা ভাইরাসের রোগী  বুঝা বড় দায়।আমরাই বড় নিরাপত্তাহীনতায় ভুগতেছি।

করোনার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা, হয়ত এ কারণে রোগীর সংখ্যা কমে গেছে- এমন
খুব জরুরি না হলে রোগীদের হাসপাতালে আসতে নিরুৎসাহীত করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages