রামগঞ্জে মোটরসাইকেল আরোহি ও ব‍্যবসায়ীর জরিমান - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Thursday 26 March 2020

রামগঞ্জে মোটরসাইকেল আরোহি ও ব‍্যবসায়ীর জরিমান


    
রামগজ্ঞ প্রতিনিধিঃ--
রামগঞ্জ পৌর মধ‍্য বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় মাস্ক ব‍্যবহার না করায়  দুই মোটরসাইকেল আরোহির ৩ হাজার এবং ক্রেতার ভিড় থাকায় মের্সাস পাটোয়ারী স্টোরের ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম‍্যমান আদালতের ম‍্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী  অফিসার মুনতাসীর জাহান।
এ সময় নির্বাহী অফিসার  কে সহযোগীতা করেন রামগজ্ঞ  থানার এ.এস.আই শরীফুল ইসলাম,পৌরসভার স‍্যানিটারী ইন্সপেক্টর আলমগীর কবির। পৌরসভার ইন্সপেক্টর আলমগীর কবির বলেন,জনতা ব‍্যাংক রোডস্থ মের্সাস পাটোয়ারী স্টোরের মালিক মাসুদ পাটোয়ারী সরকারী নিষেধাঞ্চা উপেক্ষা করে প্রতিষ্ঠানে ক্রেতার ভিড় রেখে মালামাল বিক্রি করে। ভ্রাম‍্যমান আদালতের নির্বাহী ম‍্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে স্বাক্ষ‍্য প্রমানে মাসুদ পাটোয়ারীর ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় মাস্ক ও হ‍্যালমেট ব‍্যবহার না করে দ্রুতগতিতে যাওয়া সোনাপুর গ্রামের রুবেল ও আরিফুল ইসলিমের ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages