লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে দোকানগুলোতে কেনাকাটার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে সাংকেতিক চিহ্ন অঙ্কন করছে পানিয়ালা ব্লাড ডোনেশন ক্লাব নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। শনিবার (২৮ মার্চ) পানিয়ালা বাজারসহ অন্যান্য বাজারগুলোর দোকানের সামনে সাদা রং দিয়ে দাগ সাংকেতিক চিহ্ন হিসেবে গোল বৃত্ত আকাঁ হয়।
এসময় বাজার এলাকায় মেশিন দিয়ে ভাইরাস নাশক ঔষধ স্প্রে করা হয়।
প্রশাসনের নির্দেশনায় করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে কাঁচাবাজার, চিকিৎসা ও জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কেনাকাটার জন্য এসব চিহ্ন অঙ্কন করা হচ্ছে বলে জানিয়েছে সংগঠনের লোকজন।
No comments:
Post a Comment