করোনা সংক্রমণ এড়াতে রামগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 18 March 2020

করোনা সংক্রমণ এড়াতে রামগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়





রামগঞ্জ প্রতিনিধিঃ করোনা সংক্রমণ এড়াতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। ১৮মার্চ বুধবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ অথবা বেশি ক্ষারযুক্ত কাপড় কাঁচার সাবান দিয়ে হাত ধোয়া, যেখানে সেখানে কফ থুথু না ফেলা। সর্বোপরি সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেয় চিকিৎসকরা। এছাড়া ১লা মার্চের পরে এই উপজেলায় ৬০৯ জন বিদেশ থেকে এসেছে তাদের ব্যাপারে প্রশাসনকে জানাতে বললেন বক্তারা। এদিকে বিদেশফেরত রোগীদের জ্বর সর্দি কাশি রোগের জন্য আলাদাভাবে ফ্লু কর্নার সেন্টার চালু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, ওসি আনোয়ার হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গুনময় পোদ্দার, ডাঃ ওশন জামিল ভূঁইয়াসহ উপজেলার কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages