আগামীকাল থেকে সারাদেশে নামছে সেনাবাহিনী - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday, 23 March 2020

আগামীকাল থেকে সারাদেশে নামছে সেনাবাহিনী



নিউজডেস্কঃ
 
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। সেনা সদস্যরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

এদিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে দেশের সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় মূলত ২৬ মার্চ থেকেই সারাদেশের সরকারি অফিসগুলো বন্ধ থাকবে। এছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় ৫ এপ্রিল থেকে সরকারি অফিসগুলো খোলা থাকবে।

তবে কাঁচাবাজার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতালসহ জরুরি সেবা বিভাগগুলো এই ঘোষণার আওতায় থাকবে না। এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে উন্মুক্ত কোর্টে শুনানি না করে খাসকামরায় বসে মামলার আদেশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন হাইকোর্ট।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages