করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। সেনা সদস্যরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
এদিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে দেশের সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।
সোমবার (২৩ মার্চ) বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় মূলত ২৬ মার্চ থেকেই সারাদেশের সরকারি অফিসগুলো বন্ধ থাকবে। এছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় ৫ এপ্রিল থেকে সরকারি অফিসগুলো খোলা থাকবে।
তবে কাঁচাবাজার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতালসহ জরুরি সেবা বিভাগগুলো এই ঘোষণার আওতায় থাকবে না। এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে উন্মুক্ত কোর্টে শুনানি না করে খাসকামরায় বসে মামলার আদেশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন হাইকোর্ট।
No comments:
Post a Comment