করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের জেরেই জার্মান অর্থমন্ত্রীর আত্মহত্যা - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Sunday 29 March 2020

করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের জেরেই জার্মান অর্থমন্ত্রীর আত্মহত্যা



নিউজ ডেস্ক ঃ
আত্মহত্যা করেছেন জার্মানির হেসের অর্থমন্ত্রী থমাস শেফার। রেললাইনের উপর থেকে উদ্ধার করা হয়েছে তার ছিন্নভিন্ন দেহ। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে ধারনা করা হচ্ছে।

শনিবার ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোচাইম শহরে হাইস্পিড ট্রেন লাইনের উপর থেকে শেফারের ছিন্নভিন্ন দেহটি উদ্ধার হয়। প্যারামেডিকসের একটি দলই তার দেহটি উদ্ধার করেন। গোটা দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় প্রথমে তাকে শনাক্ত করা যায়নি।

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েই তিনি আত্মঘাতী হন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমসূত্রে জানা গিয়েছে, করোনার প্রকোপ থেকে অর্থনীতিকে কী ভাবে বাঁচাবেন তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন ৫৪ বছরের শেফার। ইদানীং জনমক্ষেও সে ভাবে আসছিলেন না তিনি। সূত্র: রয়টার্স।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages