কলাপাড়ায় ইট ভাটায় অভিযান; মালিক আটক - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday, 23 March 2020

কলাপাড়ায় ইট ভাটায় অভিযান; মালিক আটক



মাইনুদ্দিন আল আতিক, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় মেসার্স এস ডি কে ব্রিকস নামে একটি ইট ভাটায় অভিযান চালিয়ে ইট ভাটার মালিক মোঃ নুরুল আমিন শিকদারকে (৬২) আটক করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) আনুমানিক দুপুর ১২.০০ টার দিকে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও পরিবেশ অধিদপ্তর, বরিশাল-এর যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে উপজেলার নীলগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময়ে অনুমোদনহীনভাবে অবৈধ ইট ভাটা পরিচালনার অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ (সংশোধনী-২০১৯) এর ৪ ধারা মোতাবেক তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, বরিশাল-এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হালিম। এছাড়াও অবৈধ ইট ভাটাটি গুড়িয়ে ধ্বংস করা হয়।

আটককৃত নুরুল আমিন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের মৃত মোন্তাজ উদ্দিন শিকদারের ছেলে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages