বাংলাদেশ বর্তমানে করোনাভাইরাসমুক্ত - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Saturday 14 March 2020

বাংলাদেশ বর্তমানে করোনাভাইরাসমুক্ত

বাংলাদেশ বর্তমানে করোনাভাইরাসমুক্ত। এ কথা জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গতকাল করোনাভাইরাস আক্রান্ত তৃতীয় ব্যক্তির ফলাফলও নেগেটিভ এসেছে। পরবর্তী পরীক্ষা করা হবে ২৪ ঘণ্টা পর। তাই এই মুহূর্তে করোনার উপস্থিতি আছে এ রকম কোনো মানুষ বাংলাদেশে নেই। সুতরাং আমাদের আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই।’

ইতালি থেকে শতাধিক যাত্রী নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান আজ শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। 
এসব যাত্রীর বিষয়ে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘ইতালির রোম থেকে ঢাকায় ফেরা ১৪২ জন বাংলাদেশিকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে কারও শরীরেই করোনাভাইরাস পাওয়া যায়নি।’

তিনি আরও জানান, ইতালির বিভিন্ন জায়গা থেকে দেশে ফেরা ১৪২ জনের প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাদের সঙ্গে কথাবার্তা বলে বিস্তারিত জেনে ও দরকারি পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে প্রাথমিকভাবে কারও দেহে এ ভাইরাস ধরা না পড়লেও তাদের দুই সপ্তাহের কোয়ারেনটাইনে রাখা হবে বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক।

এসময় সেব্রিনা ফ্লোরা আরও বলেন, ‘আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সবাই সম্মিলিতভাবে কাজ করছি করোনাভাইরাস প্রতিরোধে। এ ক্ষেত্রে গণমাধ্যম কর্মীসহ সাধারণ জনগণ যারা আছি সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা অব্যাহত রাখলে আমরা আশা রাখি বাংলাদেশে দ্রুত করোনাভাইরাস ছড়িয়ে পড়বে না।’

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages