মো: মনিরুল ইসলাম, কুতুবদিয়া
কুতুবদিয়াসহ বিভিন্ন পয়েন্টে বাংলাদেশ কোস্ট গার্ড' পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বেহুন্দি ও কারেন্ট জাল জব্দ করেছে।গত ২১ শে ফেব্রুয়ারী (শুক্রবার) থেকে ২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড'র নিয়মিত টহলরত দুটি জাহাজ সিজিএস শ্যামল বাংলা ও সিজিএস সবুজ বাংলার পৃথক পৃথক অভিযানে মহেশখালী, ঘড়িভাঙ্গা, সোনাদিয়া, মাতারবাড়ি, উজানটিয়া কুতুবদিয়াসহ বিভিন্ন পয়েন্টে থেকে মৎস্য সম্পদ ধ্বংসকারী ৬১টি অবৈধ বেহুন্দি জাল ও প্রায় আড়াই লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন।
পরে, জব্দকৃত অবৈধ জালগুলো কুতুবদিয়ার কোস্ট গার্ড স্টেশনে হস্তান্তর করলে,
জালগুলো দরবার ঘাটে এনে দুপুর ১২টায় উপজেলা মৎস্য অফিসার মোঃ আইয়ুব আলীর প্রতিনিধি লিফ মহিউদ্দীন কুতুবী ও কোস্টগার্ডের উপস্থিতিতে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় বলে নিশ্চিত করেন কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশনের ইনচার্জ খাইরুল বশর।
পরে, জব্দকৃত অবৈধ জালগুলো কুতুবদিয়ার কোস্ট গার্ড স্টেশনে হস্তান্তর করলে,
জালগুলো দরবার ঘাটে এনে দুপুর ১২টায় উপজেলা মৎস্য অফিসার মোঃ আইয়ুব আলীর প্রতিনিধি লিফ মহিউদ্দীন কুতুবী ও কোস্টগার্ডের উপস্থিতিতে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় বলে নিশ্চিত করেন কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশনের ইনচার্জ খাইরুল বশর।
No comments:
Post a Comment