দুর্ঘটনার কবলে এসএসসি পরীক্ষার্থী বহনকারী বাস - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Tuesday 4 February 2020

দুর্ঘটনার কবলে এসএসসি পরীক্ষার্থী বহনকারী বাস



ঢাকার ধামরাইয়ে দুর্ঘটনার কবলে পড়েছে এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের বহনকারী একটি বাস। এতে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৭-১৮ জনই পরীক্ষার্থী।


আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদেরকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের ধামরাইয়ের কালামপুর হারুণ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল হক এসব তথ্য জানিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সামনের চাকা ফেটে যাওয়ায় আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এতে বসুন্ধরা মডেল হাই স্কুলের ৩৩ জন এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সহ প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। বাসটিতে থাকা পরীক্ষার্থীরা ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী।

সূত্র জানায়, সকালে উপজেলার কুশুরা কেন্দ্রে যাচ্ছিল। পথে কালামপুর বাজারের পশ্চিম পাশে পৌঁছলে বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের একটি বিল্ডিং এ ধাক্কা খায়। এ সময় পরীক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হন।

বাসটিতে ৩৩ জন এসএসসি পরীক্ষার্থী ছিল বলে আহতদের কাছ থেকে জানা গেছে। এতে সব মিলিয়ে ৭০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন আহত এক অভিভাবক।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages