ডিজিটাল বাংলাদেশ ও প্রাথমিক শিক্ষা -২ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Saturday 25 January 2020

ডিজিটাল বাংলাদেশ ও প্রাথমিক শিক্ষা -২



দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে, বাংলাদেশে চালু হয়েছে ই-পাসপোর্ট কার্যক্রম।  বিশ্বে ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট সেবা শুরু হলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  গতকাল ২২ জানুয়ারি,ই-পাসপোর্ট কর্মসূচি এবং স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব‍্যবস্হাপনার উদ্বোধন করেন। এর মাধ্যমে ডিজিটাল বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও সমুন্নত হলো।
২০০৯ সালে,তথ‍্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা এবং ডিজিটাল বাংলাদেশ বিষয়টি স্পষ্ট করার উদ‍্যোগ নেওয়া হয়েছিল। বিষয়টি আরও স্পষ্ট হয় ২০১১ সালে।
আজ থেকে প্রায় দশ বছর পূর্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার সময়সীমা নির্দিষ্ট করা হয়েছিল ১৬ ডিসেম্বরে ২০২১ সময়কাল। এর পরিপূর্ণ বাস্তবায়ন এখন আর অসম্ভব কিছু নয়। বিদ‍্যুতের ঘাটতি না থাকায়, ইন্টারনেট সেবার মান অনেক উন্নত এবং প্রশাসনের সকলস্তরে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এখন অপেক্ষা 
এর সঠিক ব‍্যবহার,যাতে নাগরিক সেবা,দেশের কল‍্যাণ এবং জনসংখ্যাকে দক্ষজনশক্তি হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিহিত রয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ শিক্ষক নিয়োগ 
দেওয়ার গুরুত্ব দিয়ে, প্রয়োজনে বিদেশে প্রশিক্ষণ  দেওয়ার পরামর্শ তুলে ধরেন। এ ক্ষেত্রে  প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন বেশি।
প্রাথমিক শিক্ষা হলো মৌলিক শিক্ষার মূল বুনিয়াদ।
আমাদের শিশুরা অবশ্যই অনেক সম্ভাবনাময়ী। আমরা
যারা প্রাথমিক শিক্ষার সাথে সম্পৃক্ত,নিশ্চয়ই অনুধাবন করতে পারি একটি শিশু আমাদের চিন্তার উর্ধ্বেও ভালো  কিছু করতে পারে। শিশুদের মধ্যে সুপ্ত প্রতিভা
জাগিয়ে তোলার জন‍্য অবশ্যই তথ‍্য ও প্রযুক্তির সাথে
আমাদের শিশুদের এখনি পরিচিত করা দরকার এবং তা অবশ্যই সুস্থ ধারায়। তাহলে আমরা বলতে পারব-
এখন সময় আমাদের,সময় বাংলাদেশের।
----------------------------------------------------------
        ইউনুছ বেলাল
          সভাপতি 
         রামগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ‍্যালয় 
         সহকারি শিক্ষক  সমিতি 
         ২৩ জানুয়ারি,২০২০।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages