বাড়িতে চলছে বিয়ের ধুমধাম। বৌ-ভাতের আয়োজন নিয়ে ব্যস্ত সবাই। বাসর ঘরে নতুন বউ বরের অপেক্ষায়। এমন সময় ঘটল হৃদয়বিদারক ঘটনা। বাসর করা হল না যুবকের। বিয়ের রাতেই মৃত্যুর কাছে হার মানলেন।
শুক্রবার রাতে এমন ঘটনাই ঘটেছে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভোয়ালিয়াপাড়া এলাকায়। মারা যাওয়া বরের নাম ইসমাঈল প্রকাশ ভুট্টু (২৮)। তিনি ওই এলাকার আমান উল্লাহর ছেলে। কাজ করতেন শ্রমিকের।
সাতকানিয়া পৌর কাউন্সিলর নেছার আহমদ চৌধুরী জানান, ইসমাঈলের সঙ্গে পৌরসভার ছমদরপাড়া এলাকার ১৩ নম্বর গলির প্রয়াত শাহ আলমের মেয়ে কানিজ ফাতেমা জেরিনের বিয়ে হয় শুক্রবার দুপুরে। সন্ধ্যায় নববধূকে ঘরে নিয়ে আসেন ইসমাঈল। এরই মধ্যে বাসর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইসমাঈল। বুকে প্রচন্ড ব্যথা অনুভূত হয়। সেই বারবার বমি করা শুরু করলে দ্রুত তাকে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসক জানান, হাসপাতালে নেয়ার আগেই ইসমাঈলের মৃত্যু হয়।
এ ঘটনায় পুরো ভোয়ালিয়াপাড়ায় নেমে আসে শোকের ছায়া।
No comments:
Post a Comment