ঘাটাইলে ভ্রাম্যমান আদালত পরিচালনা গুড়িয়ে দেয়া হল দুটি ইটভাটা - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 13 January 2020

ঘাটাইলে ভ্রাম্যমান আদালত পরিচালনা গুড়িয়ে দেয়া হল দুটি ইটভাটা



মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ ইটভাটায় ভ্যাম্যমান আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্টেট এসময় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভাটা দুইটি গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে উপজেলার ধলাপাড়া এলাকার বিশাল ও স্বর্না নামের ইট ভাটায় এই অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যজিস্ট্রেট মাকসুদুল আলম জানান,দীর্ঘদিন যাবৎ এই ইটভাটাগুলো পরিবেশ অধিদপ্তরসহ অন্যান্য নিয়োম নামেনে ইট প্রস্তুত করে আসছে। ইতোপূর্বেও তাদের ভাটা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছিলো কিন্তু তারা নির্দেশনা না মেনে পূনরায় আবারও ইট প্রস্তুত করছে। তারা নানা কৌশলে হাই কোর্টের মাধ্যমে এই ভাটা পরিচালনা করতো। বর্তমানে তাদের কোন প্রকার কাগজ নাই। এই অভিযোগে স্বর্না ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের ৪ও৫ ধারায় ১ মাস বিনাশ্রম কারাদন্ড ও ২০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অন্যদিকে বিশাল ইট ভাটায় মালিককে না পাওয়ায় ভাটাটি গুড়িয়ে দেয়া হয়েছে।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোজাহেদুল ইসলাম বলেন, টাঙ্গাইল জেলায় মোট ২৭৪টি ইটভাটার মধ্যে ১১৮টি বৈধ ১৩৭টি ভাটা আদালতের রিট নিয়ে পরিচালিত হচ্ছে বাকী ১৯টি ভাটার কোন কাগজ পত্র নাই। তারা অবৈধ ভাবে পরিচালিত হচ্ছে। ইতোপূর্বে বিভিন্ন উপজেলায় ৫টি অবৈধভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে আজ দুটি অবৈধ ভাটা ভেঙ্গে ফেলা হয়েছে। আগামীতে এই অভিযান অব্যহত থাকবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages