চট্টগ্রাম মেডিকেল কলেজে ‘দুধ কলা’ দিয়ে পোষা হচ্ছে সাপ! - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 6 January 2020

চট্টগ্রাম মেডিকেল কলেজে ‘দুধ কলা’ দিয়ে পোষা হচ্ছে সাপ!


আশ্চর্য হলেও সত্যি, চট্টগ্রাম মেডিকেল কলেজে ‘দুধ কলা’ দিয়ে পোষা হচ্ছে সাপ! রাখা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে! তবে, অন্য কিছু নয়। সাপের বিষের প্রতিষেধক তৈরির লক্ষ্যে গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমী এই গবেষণাগার। বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনায় গৃহীত ৫ বছর মেয়াদী এ প্রকল্পে যুক্ত আছেন দেশি-বিদেশি গবেষকরা।
দুই বছর আগে ৫টি সাপ নিয়ে শুরু, এখন সাপের সংখ্যা ১২০ টি। এর মধ্যে ৪৪টি প্রাপ্ত বয়স্ক, বাকি সব বাচ্চা।
এটি মূলত স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ‘এন্টিভেনম’ বা প্রতিষেধক তৈরির প্রকল্প। সাপে কাটার কারণে যাতে কারও মৃত্যু না হয়, সেজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী দু’বছর আগে নেয়া হয় এ প্রকল্প।
তিন পদ্ধতিতে বিভিন্ন অঞ্চল থেকে সাপ সংগ্রহ ও বিষের বৈশিষ্ট্য নিরুপন হয় এই গবেষণাগারে। আক্রান্ত কেউ সাপ ধরে আনলে তাও সংরক্ষণ করা হয়।
গবেষণাগারে নেয়ার আগে দুমাস রাখা হয় কোয়ারেন্টাইন রুমে। সাপ অসুস্থ হলে চিকিৎসার জন্য আছেন চট্টগ্রাম চিড়িয়াখানা ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের দুজন চিকিৎসক।
তবে প্রতিষেধক তৈরি একটি দীর্ঘ প্রক্রিয়া, জানালেন প্রকল্পের মূখ্য গবেষক অনিরুদ্ধ ঘোষ।
তিনি জানান, আমরা মাত্র এক/দুই ধাপ পার হতে পেরেছি। আমাদের অনেক সাপ সংগ্রহ করা বাকি, ভেনমও সংগ্রহ করতে হবে।
খাবার হিসেবে সাপগুলোকে দেয়া হয় মুরগীর বাচ্চা, মাছ ও ইঁদুর। বাচ্চা সাপকে মুখে তুলে খাইয়ে দেয়া হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages