শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনার বন্ধুদের সাথে বাজি ধরে ভৈরব পাড়ি দিতে গিয়ে মাঝ পথে ডুবে মোঃ লিজান মোল্ল্যা (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে খুলনা স্টার জুট মিলসের নদীর ঘাটে এ ঘটনাটি ঘটে। পরে বিকেল সাড়ে ৩ টায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরী ইউনিট তার মরদেহ উদ্ধার করে।
নিহত মোঃ লিজান মোল্ল্যা ক্রিসেন্ট জুট মিল এলাকার মোঃ ইউসুফ মোল্ল্যার ছেলে ও ক্রিসেন্ট জুট মিলস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
খুলনা সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সাঈদুজ্জামান বলেন, ‘খুলনা স্টার জুট মিলের নদীর ঘাটে লিজান মোল্ল্যা বন্ধুদের সাথে বাজি ধরে নদী পার হওয়ার সময় মাঝামাঝি পথে গিয়ে ডুবে যায়। তখন স্থানীরা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে আমাদের একটি ডুবুরী টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক খোঁজাখুঁজির মাধ্যমে নদীর তলাদেশ হতে বিকাল আনুমানিক সাড়ে ৩ টায় তার মৃত দেহ উদ্ধার করা হয়। স্থানীয় কমিশনারের উপস্থিতিতে মরদেহটি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।’
No comments:
Post a Comment