রামগঞ্জ প্রতিনিধি ঃ
অফিস শেষে বাড়ী ফেরার পথে লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের উপর হামলা চালিয়ে তার ব্যবহৃত মোটর সাইকেলটি ছিনিয়ে নিছে সন্ত্রাসীরা। সোমবার বিকালে উপজেলার ফহেতপুর দীঘির পাড়ে এ ঘটনা ঘটে। সমবায় কর্মকর্তার ভাই বেলাল হোসেন বাদী হয়ে এ ব্যাপারে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।
স্থানীয় সূত্র জানা যায়, প্রতিদিনের ন্যায় অফিস শেষ করে নিজ বাড়ি ফেরার পথে ফতেহপুর দীঘিরপাড়ে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কামাল উদ্দিন ও তার লোকজন রাস্তায় ব্যারিকেট দেয়। এসময় কামাল দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাকে এলোপতাড়ি পিটিয়ে মারাত্মক আহত করে তার ব্যবহৃত মোটর সাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। পরে মোহাম্মদিয়া ফাড়ির পুলিশ হাসন্দি গ্রামের সন্ত্রাসী কামালের বাড়ী থেকে মোটর সাইকেলটি উদ্ধার করে।
এ ব্যাপারে রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়াও ছিনতাইকৃত মোটরসাইকেলটি সোমবার রাতেই উদ্ধার করেছে পুলিশ।
No comments:
Post a Comment