যেসব বিশ্ববিদ্যালয় থেকে পাস করলেই লাখ টাকা বেতন - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 13 January 2020

যেসব বিশ্ববিদ্যালয় থেকে পাস করলেই লাখ টাকা বেতন


নিউজ ডেস্কঃ  : শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনেপ্রবেশ করলে শুরুতে কত টাকা বেতন পাবে  প্রশ্নটাকম বেশি সবার। তবে বাংলাদেশে দেখা যায়শিক্ষানবিশরা আনুমানিক ১৫ থেকে ২৫ হাজার টাকামাসিক বেতন বেতেন পেয়ে থাকে। 

কিন্তু আপনি যদি শুনেন কেউ কর্মজীবনের শুরুতেইপ্রায় ৫০ লাখ টাকা বেতন পান তাহলে নিশ্চই অবাকহবেন। অবাক হলেও ঘটনা সত্য। যুক্তরাষ্ট্রের কয়েকটিনামিদামি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হলেইপাওয়া যাবে আকর্ষণীয় এই বেতন।

ইউ এস নিউজ-এর দেওয়া তথ্য মতে, বিশ্বেরকয়েকটি শিক্ষা-প্রতিষ্ঠান থেকে পাস করে শিক্ষার্থীরালাখ টাকারও বেশি বেতন পাচ্ছেন বলে জানা যায়।এমনই ১০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা চলুন জেনেনেই।

জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি

জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিকে জর্জিয়া টেকনামেও ডাকা হয়। এটি যুক্তরাষ্ট্রের আটলান্টায়অবস্থিত। ইউ এস নিউজ-এর বিশ্ববিদ্যালয় ‌ র‌্যাকিংয়ে জর্জিয়া টেক ৩৫তম অবস্থানে রয়েছে।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়

প্রিন্সটন বিশ্ববিদ্যালয় দেশটির নিউ জার্সিতে অবস্থিত।এটি যুক্তরাষ্ট্রের পুরাতন চারটি বিশ্ববিদ্যালয়ের একটি।১৭৪৬ সালে এটি প্রতিষ্ঠা করা হয়। বিশ্ববিদ্যালয়টির‌্যাকিংয়ে প্রথম স্থানে রয়েছে।

রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট

বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেঅবস্থিত। র‌্যাকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪৯তম।২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ে পড়তেসব শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ খরচ করতে হবে৫৩ হাজার ৮৮০ ডলার (টাকা ৪৫,৭১,২৮৫) এইবিশ্ববিদ্যালয় থেকে পাস করে চাকরিতে ঢুকলেশুরুতেই বেতন ৬৮,৪০০ ডলার (টাকা৫৮,০৩,১৯০)

ওয়ার্সেস্টার পলিটেকনিক ইনস্টিটিউট

বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বনিউ ইংল্যান্ড প্রদেসে অবস্থিত।র‌্যাকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৫৯তম।২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ে পড়তেসব শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ খরচ করতে হবে৫০,৫৩০ ডলার (টাকা ৪২,৮৭,০৬৪) এইবিশ্ববিদ্যালয় থেকে পাস করে চাকরিতে ঢুকলেশুরুতেই বেতন ৬৮,৮০০ ডলার (টাকা৫৮,৩৭,১২৭)

স্টিভেন্স ইনস্টিটিউট অব টেকনোলজি

বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অবস্থিত। র‌্যাকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান৭০তম। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়েপড়তে সব শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ খরচ করতেহবে ৫২,২০২ ডলার (টাকা ৪৪,২৮,৯২০)

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রেরক্যালিফোর্নিয়ায় অবস্থিত। র‌্যাকিংয়ে স্বনামধন্য এইবিশ্ববিদ্যালয়টির অবস্থান সপ্তম। ২০১৮-২০১৯শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে সব শিক্ষার্থীদেরটিউশন ফি বাবদ খরচ করতে হবে ৫১,৩৫৪ ডলার(টাকা ৪৩,৫৬,৯৭৪) এই বিশ্ববিদ্যালয় থেকে পাসকরে চাকরিতে ঢুকলে শুরুতেই বেতন ৭০,৭০০ ডলার(টাকা ৫৯,৯৮,৩২৭)

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি

বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রেরক্যালিফোর্নিয়ায় অবস্থিত। র‌্যাকিংয়ে স্বনামধন্য এইবিশ্ববিদ্যালয়টির অবস্থান ১২তম। ২০১৮-২০১৯শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে সব শিক্ষার্থীদেরটিউশন ফি বাবদ খরচ করতে হবে ৫২,৩৬২ ডলার(টাকা ৪৪,৪২,৪৯৫)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages