রামগঞ্জে ১০বছরের শিশু ধর্ষণ ধর্ষণকারী ইব্রাহীম গ্রেফতার - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Friday 24 January 2020

রামগঞ্জে ১০বছরের শিশু ধর্ষণ ধর্ষণকারী ইব্রাহীম গ্রেফতার


রামগঞ্জ প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট মুক্তারপুর ডাওরী বাড়ির রফিকুল ইসলামের ছেলে ইব্রাহীম হোসেনকে ১০ বছরের এক শিশু ধর্ষনের ঘটনা গ্রেফতার করে থানা পুলিশ। 
 সুত্রে জানাযায়, গত ২১ জানুয়ারী /২০২০  রাত্র অনু্মান ৯টার দিকে বসত ঘরের পাশে খালি জায়গায় ১০ বছরের শিশুকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে এই ঘটনা কাউকে না বলার জন্য শিশুকে ২০০ টাকা দিয়ে প্রতিবেশিদের অাসতে দেখে দৌড়ে পলাইয়া যায়,শিশুটির  রক্তক্ষরণ হইলে তার  মা বিষয়টি বুঝিতে পেরে  জিঙ্গাসাবাদের এক প্রর্যায়ে সে   ঘটনার বর্ননা দিয়া বলে   অাসামীর ভয়ে ঘটনা গোপন রাখিয়াছে বলতে সাহস পায়নি। 
  ধর্ষনের শিশুটির  মা বাদী হয়ে গতকাল  বৃহস্পতিবার  মামলা করিলে ঘটনার সহিত জড়িত অাসামী ইব্রাহিম হোসেনকে   রামগঞ্জ থানা পুলিশ   গভীর রাতে ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে  এসঅাই মহসিন চৌধুরী ওসি  যৌথ অভিযান চালাইয়া গ্রেফতার  করিতে সক্ষম হয়। অাজ অাসামী ইব্রাহিম কে বিজ্ঞ অাদালতে সোপর্দ করা হইলে সে  স্বীকারোক্তি  প্রদান করে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages