নাগরপুরে বই উৎসব অনুষ্ঠিত - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 1 January 2020

নাগরপুরে বই উৎসব অনুষ্ঠিত



মোঃ আব্দুর রাজ্জাক রাজা,
নাগরপুর (টাঙ্গাইল)  প্রতিনিধিঃ ১জানুয়ারি ২০২০ সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা চত্বরে সারা দেশের ন্যায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা নির্বাহি অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রথমিক শিক্ষা অফিসার জিএম ফুয়াদের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আহসানুল ইসলাম টিটু।
এ সময় সাংসদ টিটু বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায়  শিক্ষিত না হয়ে প্রত্যেকটি শিক্ষার্থীকে সুনাগরিক হতে হবে। পড়াশোনার পাশাপাশি মাদক মুক্ত থেকে খেলাধুলায়ও পারদর্শী হতে হবে। পাঠ্যবইয়ে শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে প্রতিটি ভবিষ্যত প্রজন্মকে।

এ সময় আরও উপস্থিত ছিলেন এসিল্যান্ড (ভূমি) উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ছামিনা বেগম সিপ্রা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, যদুনাথ মডেল সরকারি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম সবুজ, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু রায় সোম, প্রাথমিক শিক্ষা অফিসার, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages